ads
রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:১২ অপরাহ্ন

অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন মেসি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
  • ২১ বার পঠিত

এই দলটার সবচেয়ে পোড়খাওয়া সদস্য তিনি। গেল ১৫ বছর কাতালান শিবিরে তার সরব উপস্থিতি। সেই লিওনেল মেসি আরো একবার ফিরলেন চিরচেনা অনুশীলনে, তবে এবার ভিন্ন এক রূপে!

অবশেষে ন্যু ক্যাম্পের সামনে গণমাধ্যমের ক্যামেরায় দেখা দিলেন লিওনেল মেসি। প্রথমবারের মত বার্সেলোনার প্রাক মৌসুম প্রস্তুতিতে অংশ নিতে হাজির হয়েছেন এই আর্জেন্টাইন। আরো এক বছর বার্সায় থাকবেন এমন খবর নিশ্চিতের পর করোনা পরীক্ষাসহ সব আনুষ্ঠানিকতা শেষে প্রথমবারের মত অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন লিও। এর আগে বার্সেলোনা তাদের টুইটার অ্যাকাউন্টে মেসির নতুন জার্সি পরিহিত ছবি প্রকাশ করেছে।

নিজেই মার্সিডিজ চালিয়ে ন্যু ক্যাম্পে ঢুকছেন লিওনেল মেসি। মৌসুমে প্রথমবারের মত বার্সেলোনার ট্রেনিং ক্যাম্পে অংশ নিতে এসেছেন এই আর্জেন্টাইন। গণমাধ্যমের ক্যামেরায় এক ঝলকের জন্য দেখা গেলো বার্সার এ প্রাণভোমরাকে।

এর আগেও অসংখ্যবার বার্সেলোনার অনুশীলনে এসেছেন মেসি। তবে, এবারের আসাটা একটু ভিন্ন। মেসির বার্সা ছাড়ার খবর ফুটবল দুনিয়া জুড়ে এতদিন যে অস্থিরতার সৃষ্টি করেছে, তাতে কিছুটা তো জলঘোলা হয়েছেই। তাই দু’পক্ষের জন্যই পরিস্থিতি কিছুটা অস্বাভাবিক বটে।

মেসির আরো এক মৌসুম বার্সেলোনায় থাকতে রাজি হওয়ার খবরে অনেকটা স্বস্তি ফিরেছে ভক্তদের মনে। হাফ ছেড়ে বেঁচেছে বার্সাও। তবে, মানসিকভাবে তিনি কতোটা সন্তুষ্ট তার প্রশ্ন কিন্তু রয়েই গেছে। তারপরও কি আর করা! বাস্তবতা মেনে নিয়েই মাঠের খেলায় ফিরতে হবে। তাই মৌসুম শুরুর আগে করোনা পরীক্ষার পর প্রথমবারের মত ট্রেনিং ক্যাম্পে যোগ দেন লিও।

এদিকে, বার্সেলোনা তাদের টুইটার অ্যাকাউন্টে নতুন মৌসুমের তিন নম্বর জার্সির ছবি উন্মোচন করেছে। আর নতুন এ জার্সির মডেল হয়েছেন লিওনেল মেসি। মেসির অনুশীলনে যোগ দেয়ার আগেই এই ছবি টুইট করেছে কাতালান ক্লাবটি।

নতুন কোচ রোন্যাল্ড কোম্যানের অধীনে মেসির এই এক বছরের যাত্রাটা কেমন হয় তার অপেক্ষাতেই এখন ফুটবল ভক্তরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১৯
  • ১২:১৬
  • ১৬:১৬
  • ১৭:৫৭
  • ১৯:১১
  • ৬:৩১
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102