বিবস্ত্র হওয়ার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার মামলা করেছে পুলিশ।
নানান অপকর্ম। বাধা বা প্রতিবাদ আসলেই করতেন উদ্ভট সব আচরণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল- পরে গ্রেপ্তার। স্থানীয়দের অভিযোগ, বাবলুর এরকম আচরণ নতুন নয়। পুলিশ বলছে, গ্রেপ্তার বাবলুর বিরুদ্ধে নারী নির্যাতন আইনে মামলা করা হয়েছে।
অপকর্মে বাধা দিলেই অসভ্য আচরণ করতো চট্টগ্রামের মাদারবাড়ি এলাকার বখাটে বাবলু। বিবস্ত্র হয়ে এক নারীর সামনে অশালীন আচরণের অভিযোগে গ্রেপ্তার হওয়া বাবলুর বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন এলাকাবাসী। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা।
চট্টগ্রাম নগরীর মাদারবাড়ি টং ফকির বাড়ির আব্দুর রাজ্জাক ও ছালেহ আহমেদের পরিবারের মধ্যে জমি সংক্রান্ত বিবাদ দীর্ঘদিনের। প্রায় সময় উভয় পরিবার ঝগড়ায় জড়াতেন তারা। গত ১৯শে আগস্ট ঝগড়া লাগায় বাবলু বিবস্ত্র হয়ে প্রতিপক্ষ এক নারীর সাথে অশালীন আচরণ করে।ভুক্তভোগী পরিবারের দাবি, প্রায় এই ধরনের কাজ করতো সে।
ভুক্তভোগীর পরিবার জানায়,তারা মাদক ব্যবসা, মেয়েদের উত্তক্ত, সিটি কর্পোরেশনের জায়গা দখলসহ অনেক কিছুই করেছে। কিন্তু কেউ এগুলো নিয়ে অভিযোগ করলে তাদের সঙ্গেই তারা খারাপ আচরণ করে।
তবে বাবলুর পরিবারের দাবি, তাদের ফাঁসাতে ষড়যন্ত্র করেছে প্রতিপক্ষ।তারা জানান, আমাদেরকে ফাঁসানোর জন্যই তারা এসব কথা বলেছে। এগুলোর কোন সত্যতা নেই।
এদিকে, বিবস্ত্র হওয়ার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর বাবলুর বিরুদ্ধে নারী নির্যাতন মামলা করেছে পুলিশ। চট্টগ্রাম সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুর রহমান ফারুক বলেন, খবরটি আমাদের নজরে আসার সঙ্গে সঙ্গেই আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি।এ বিষয়ে আমাদের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
স্থানীয়দের দাবি বাবলু ও তার সহযোগীরা এলাকায় নানা ধরনের অপকর্মে জড়িত।