ads
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১২:২৬ পূর্বাহ্ন

অবৈধপথে ভারত থেকে ফেরার সময় মানবপাচারকারীসহ আটক ৮

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২০
  • ১৬ বার পঠিত

সাতক্ষীরায় সীমান্তে হয়ে অবৈধপথে ভারত থেকে ফেরার সময় এক মানবপাচারকারীসহ ৮ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৯ আগস্ট) সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, সদর উপজেলার তলুইগাছা সীমান্তের নটিরজঙ্গল এলাকা থেকে মঙ্গলবার বিকেলে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- জামালপুর জেলার সরিষাবাড়ি থানার রুদ্রবয়রা গ্রামের জামাল ব্যাপারীর ছেলে রুবেল মিয়া (২৬), তার স্ত্রী সুমি খাতুন (২০), গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার ভাঙারহাট পাইকেরবাড়ি গ্রামের আলমগীর হোসেনের ছেলে শফিকুল ইসলাম (২৫), শফিকুলের স্ত্রী নাসিমা খাতুন (২২), একই এলাকার দুলাল বারইয়ের ছেলে দিলীপ বারই (২৭), দিলীপের স্ত্রী সেতু বিশ্বাস (১৯), জয়পুরহাট জেলা সদরের দাদরা কালীবাড়ি গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে বৃষ্টি খাতুন (২২) ও সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ তলুইগাছা গ্রামের সোবহান সরদারের ছেলে মানব পাচারকারী কবিরুল ইসলাম (২৫)।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মহিউদ্দীন খন্দকার বলেন, ভারত থেকে কিছু লোক বাংলাদেশে আসছে এমন গোপন সংবাদে বিজিবি সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে সাত বাংলাদেশি নাগরিক ও একজন মানব পাচারকারীকে আটক করা হয়। তাদের হস্তান্তর করা হয়েছে।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে তিন মানবপাচারকারী পালিয়ে যান। তারা হলেন- কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের অছির গাজীর ছেলে মহিদুল ইসলাম (৩৮), একই উপজেলার কেড়াগাছি দক্ষিণপাড়া এলাকার মৃত মুরশেদ আলীর ছেলে মোফাজ্জল হোসেন (৩২) ও সদর উপজেলার উত্তর তলুইগাছা গ্রামের আব্দুর রহিমের ছেলে খোরশেদ আলম লাভলু।

আটক ও পলাতক তিন আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান লেফটেন্যান্ট কর্নেল গোলাম মহিউদ্দীন খন্দকার।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৮
  • ১২:১২
  • ১৫:৫৬
  • ১৭:৩৬
  • ১৮:৫৩
  • ৬:৪৩
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102