নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জঃঃ বাংলাদেশ আওয়ামী লীগ, শিবগঞ্জ উপজেলার সভাপতি আবু আহমদ নজমুল কবির মুক্তা বেশ কয়েকদিন থেকে অসুস্থ অবস্থায় বাড়িতে চিকিৎসাধীন আছেন।
সোমরার রাতে নজমুল কবির মুক্তার বাড়িতে গিয়ে জাতীয় শ্রমিক লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত হন। এ সময় নেতৃবৃন্দ প্রথমে ফুলেল শুভেচ্ছা জানান ও তাঁর শারিরীক খোঁজখবর নেন। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে রাজনৈতিক মাঠে ফিরে আসে এ কামনাও করেন নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মো. শহিদুল ইসলাম রানা, সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক এম রফিকুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক মোহা. সাদিকুল ইসলাম নাদিম, মোহা. জুবায়ের আলম খানসহ অন্য নেতৃবৃন্দ।
পরে শ্রমিক লীগের নেতাকর্মী বৃন্দদের কৃতজ্ঞতা প্রকাশ করেন শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহমদ নজমুল কবির মুক্তা।- কপোত নবী।