সাকিবের মন্তব্যে হইচই দেশের ক্রিকেটে। পুনঃবিবেচনা হবে আইপিএলের এনওসি। তবে, ওসব নিয়ে না ভেবে নিজের জন্মদিনে আইপিএলের প্রস্ততি সারতেই শেরে বাংলায় অনুশীলন করেছেন সাকিব আল হাসান।
ওয়ার্ল্ড টি-টোয়েন্টির প্রস্তুতি নিতে আইপিএলের সময়টায় ছুটি চেয়েছেন সাকিব। বোর্ডও পহেলা এপ্রিল থেকে ১৮ই মে দিয়েছে ছুটি। তবে, এই সময়টায় লংকায় টেস্ট খেলবে বাংলাদেশ।
বিসিবি তাই জানিয়েছে টেস্ট খেলতে চায় না সাকিব। পরে লাইভে এসে সাকিব বলেছেন টেস্ট না খেলার কোন কথাই লেখা ছিল না চিঠিতে। উত্তরে আকরামের মন্তব্য সাকিব টেস্ট খেলতে চাইলে পুনঃবিবেচনা করা হবে আইপিএলের এনওসি।
ভারতে টুর্নামেন্ট শুরু ৯ এপ্রিল। তার আগে করতে হবে ৭ দিনের কোয়ারেন্টিন। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেই তাই শেরে বাংলায় অনুশীলনে সাকিব। নিজেকে ঝালিয়ে নিচ্ছেন আইপিএলের জন্যই।