জামালপুরে রান্না ঘরে পেট্রোলের ড্রাম বিস্ফোরণে আগুনে পুড়ে নিহত গৃহবধূ সানজিদা আক্তার শিপরার দগ্ধ স্বামী ইকরামুল হক শুভ্রও (৩৩) মারা গেছেন।
বুধবার (২৪ মার্চ) দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে স্ত্রী সানজিদা আক্তার শিপরার কবরের পাশেই ইকরামুল হক শুভ্রকে দাফন করা হয়। নিহতের বাবা মো. বেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২১ মার্চ পেট্রোল ভর্তি ড্রাম বিস্ফোরণে আগুনে পুড়ে নিহত সানজিদা আক্তার শিপরার স্বামী ইকরামুল হক শুভ্রও মারত্মকভাবে দগ্ধ হন। পরে স্থানীয়রা তাকে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান পরে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় ওইদিনই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়। মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ইকরামুল হক শুভ্রর। ওইদিন রাতেই তাকে বাড়িতে নিয়ে আসা হয়।
উল্লেখ্য, ২১ মার্চ রান্না করার সময় পাশে রাখা পেট্রোলের ড্রাম বিস্ফোরণ হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই আগুনে পুড়ে মারা যান সানজিদা আক্তার শিপরা ও মারাত্মক দগ্ধ হন তার স্বামী ইকরামুল হক শুভ্র। তবে দাদার বাড়িতে অবস্থান করায় রক্ষা পায় তাদের পাঁচ বছর বয়সী একমাত্র শিশু কন্যা সোয়াইফা।
জামালপুর পৌরসভার রশিদপুর বাজারে দোকান ভাড়া নিয়ে খোলাবাজারে ডিজেল-পেট্রোলের ব্যবসা করতেন ইকরামুল। দোকানের কাছেই স্থানীয় মোজাম্মেল হোসেনের একটি টিনের ঘর ভাড়া নিয়ে স্ত্রী সানজিদা ও কন্যা সন্তানকে নিয়ে বসবাস করতেন তিনি।