আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে ট্রেনের শতভাগ টিকিট বিক্রি শুরু হয়েছে। ফলে পূর্ণ যাত্রী নিয়ে ট্রেন চলাচলে আর বাধা রইলো না।
এর মধ্যে ৫০ শতাংশ টিকিট বিক্রি করা হবে কাউন্টারে। বাকি, ৫০ শতাংশ টিকিট বিক্রি করা হবে অনলাইনে। অগ্রীম টিকিটও কাটতে পারবেন যাত্রীরা। এর আগে করোনার কারণে ২৪ মার্চ থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ করা হয়।
এরপর ৩১ মে প্রথম দফায় ৮ জোড়া আন্তনগর ট্রেন দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়।