আজ থেকে ফের বন্ধ হিলি বন্দর থেকে পেঁয়াজ আমদানি। বেনাপোল দিয়ে ভারত থেকে আসেনি কোনো পেঁয়াজ।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, নিষেধাজ্ঞায় আটকেপড়া পেঁয়াজের একটি অংশ ভারত সরকার ছেড়ে দিতে সম্মতি দিলেও আসেনি কোনো ট্রাক। কবে বা কখন আসতে পারে, সে ব্যাপারেও কিছু জানা নেই ওপারের রফতানিকারকরা।
পেট্রাপোল বন্দরে একটি ট্রাকের এলইও থাকলেও পেঁয়াজে পচন ধরায় সেটির এলইও বাতিল হয়ে গেছে। এছাড়া হিলি দিয়েও কোনো ট্রাক ঢুকেনি বাংলাদেশে।