ডিএম কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আতাহার মোড় সংলগ্ন আমনুরা রোডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় ধান গুদামজাত করার অপরাধে ১ জনকে আটক করে র্যাব-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল।
আটককৃত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আতাহার এলাকার মোছা. সাবিয়া বেগম ও মো. নজরুল ইসলামের ছেলে মো. শহিদ (২৮)। পণ্য নিয়ন্ত্রণ আইন-১৯৫৬ এর ৩ ধারা লঙ্ঘন করার জন্য শহিদকে আটক করা হয়।
জানা গেছে, মের্সাস সাব্বির রাইস মিলসকে ধান গুদামজাত করার অপরাধে ১মাস বিনাশ্রম কারাদন্ড এবং ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। ৯ সেপ্টেম্বর বুধবার বিকেল সাড়ে ৩টা থেকে বিকেল ৫ পর্যন্ত অভিযানের কার্যক্রম চলে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হক ও র্যাব-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল যৌথ ভাবে অভিযানটি চালায়। এরপর ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে জরিমানাকৃত টাকা আদায় করে সরকারি কোষাগারে জমা করা হয়।