করোনা পরীক্ষায় জালিয়াতির অভিযোগে জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান সাবরীনা চৌধুরী ও তার স্বামী সিইও আরিফুল হক চৌধুরী সহ ৮ আসামিকে আদালতে আনা হয়েছে, দুপুরে ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারি আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হবে।
২০শে আগস্ট এই মামলার অভিযোগ গঠন হয়। এর আগে ৬ই আগস্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মামলার অভিযোগপত্র গ্রহণ করেন। এরপর তিনি মামলাটি বিচারের জন্য ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরাফুজ্জামান আনছারীর আদালতে বদলির আদেশ দেন।
৫ই আগস্ট আদালতে সাবরিনা ও আরিফসহ আট জনের বিরুদ্ধে চার্জশিটটি দাখিল করেন ডিবি পুলিশের পরিদর্শক লিয়াকত আলী। এ মামলায় গত ২২শে জুন জেকেজির সাবেক গ্রাফিক্স ডিজাইনার হুমায়ুন কবীর হিরু ও তার স্ত্রী তানজীন পাটোয়ারীকে আটক করে পুলিশ। পরে পুলিশ জেকেজির সিইও আরিফুলসহ চার জনকে আটক করে। এরপর গত ১২ই জুলাই ডা. সাবরীনা চৌধুরী গ্রেপ্তার করা হয় ।