আদালতের আদেশ অমান্য করে আইন বর্হিভূত কাজ করায় ঝিনাইদহের মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি মো. সাইফুল ইসলামকে শোকজ করেছে আদালত।
তার বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেয়া হবে না সে মর্মে আগামী ৭ দিনের মধ্যে আদালতে সশরীরে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) আদালত সূত্রে বিষয়টি জানা গেছে।
বুধবার বিকেলে সিনিয়র সহকারী জজ মহেশপুর আদালতের বিচারক মো. ফরিদুজ্জামান এ আদেশ দেন।
জানা যায়, ২০১৭ সালের জমি সংক্রান্ত একটি মামলা এখনও আদালতে বিচারাধীন রয়েছে। আদালত উক্ত জমিতে স্থিতিবস্থা চালু করার আদেশ দেয়। তবে বর্তমানে বাদীপক্ষ সেখানে স্থাপনা নির্মাণ করছেন। বিবাদীপক্ষ আদালতের আদেশ অমান্য করছে বলে বিষয়টি থানাকে অবহিত করলেও তারা পদক্ষেপ গ্রহণ করেনি। এ কারণেই মহেশপুর থানার ওসিকে শোকজ করা হয়েছে।