মাগুরার হাজরাপুর ইউনিয়নের সাচানি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মাসুদ মোল্যা (৩০) নামে এক আওয়ামী লীগ কর্মী খুন হয়েছেন। তিনি ওই গ্রামের দাউদ মোল্যার ছেলে।
নিহতের চাচাতো ইমরান ভাই জানায়, চেয়ারম্যান নির্বাচন নিয়ে এই ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান কবির হোসেন এবং সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছে। ইতোপূর্বে উভয় গ্রুপের মধ্যে একাধিকবার রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রবিবার সকাল ১০টার দিকে সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান সমর্থক মাসুদ বাড়ির সামনে আমার দোকানে বসেছিল। এ সময় বর্তমান চেয়ারম্যান কবির গ্রুপর কাজল মিয়া সহ আরও কয়েকজন তাকে কুপিয়ে মারাত্মক জখম করে। ঘটনার পর এলাকাবাসী তাকে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ জয়নাল আবেদিন জানান, ঘটনার সংবাদ পাওয়ার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।