রাজবাড়ীর বালিয়াকান্দিতে এক অজ্ঞাতপরিচয় নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ( ৭ সেপ্টেম্বর ) দুপুরে রাাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বংকুর গ্রামের একটি বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ তারিকুজ্জামান বলেন, স্থানীয় মৎস্য শিকারীদের ফোন পেয়ে উপজেলার বহরপুর ইউনিয়নের বংকুর কানাবিল থেকে আবর্জনায় ঢাকা অবস্থায় একজন নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। বয়স আনুমানিক ২৫ বছর হবে। মরদেহটি এখনো সনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।