বিদেশে যেতে আবারও করোনাভাইরাসের সার্টিফিকেট জালিয়াতি করা হয়েছে। আর সেটা ধরা খেলো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।
সোমবার (২ নভেম্বর) বিকেলে দোহাগামী যাত্রীদের করোনা নেগেটিভ সার্টিফিকেট পরীক্ষার পর্যায়ে মো. নাসির উদ্দিন নামের এক যাত্রীর রিপোর্ট দেখে সন্দেহ হয় স্বাস্থ্য কর্মকর্তাদের।
যাত্রী নাসির নেগেটিভ সার্টিফিকেট আনলেও স্বাস্থ্য অধিদফতরের সার্ভারে দেখা যায় তার করোনা পজিটিভের রিপোর্ট। পরবর্তীতে বিষয়টি স্বাস্থ্য অধিদফতরে জানানো হয়।
যাত্রীর চট্টগ্রামের সিভিল সার্জনের কার্যালয়ের মাধ্যমে পরীক্ষা করায় সেখানেও যোগাযোগ করা হয়। সিভিল সার্জন কার্যালয়ও জানায় তিনি করোনা আক্রান্ত।
যাত্রী নাসির উদ্দিন ভুয়া সার্টিফিকেট দেওয়ায় তাকে বিমানবন্দরের ভ্রাম্যমাণ আদালতে প্রেরণ করো হয়। ভ্রামমাণ আদালত যাত্রীকে ১১ হাজার টাকা জরিমানা করে।
পরবর্তীতে যাত্রীকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট।