ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বজ্রপাতে গ্যাসের রাইজার থেকে আগুন লেগে শামসুল হক মিয়ার বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার উপজেলার যাত্রাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে আশুগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট, পুলিশ ও স্থানীয় মানুষের সহায়তায় দুই ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: হানিফ মুন্সী ও উপজেলা নির্বাহী অফিসার মো: নাজিমুল হায়দার দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ক্ষতিগ্রস্ত শামসুল হক জানান, বৃহস্পতিবার ভোররাতে আকস্মিক বৃষ্টির সাথে বজ্রপাত হচ্ছিল। এসময় ঘরের আঙিনায় থাকা গ্যাসের রাইজারে বজ্রপাত হয়। বজ্রপাতে গ্যাসের রাইজারে আগুন ধরে যায়। পরে গ্যাসের রাইজার থেকে আগুন লেগে বসতঘরটি পুড়ে ছাই হয়ে যায়। আগুনে ঘরের আসবাবপত্রসহ প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।