সাভারের আশুলিয়ায় দুই শিক্ষার্থীকে বেধড়ক মারধরের অভিযোগে ওই মাদ্রাসার শিক্ষক ইব্রাহীমকে আটক করেছে পুলিশ।
সোমবার ওই দুই শিশু শিক্ষার্থীতে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে সন্ধ্যায় মধুপুর জাবালে নূর মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষক ইব্রাহীমকে আটক করে পুলিশ। ভুক্তভোগী শিক্ষার্থীরা হলো রাকিব ও মাহফুজ। রাকিব ঘটনার পর থেকে তার গ্রামের বাড়ি টাঙ্গাইলে চিকিৎসাধীন রয়েছে। আর মাহফুজ বর্তমানে মাদ্রাসায়ই অবস্থান করছে। ভুক্তভোগীদের পরিবার বলছে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষক ইব্রাহীম তাদের বেধড়ক মারধর করে।