আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬নং টেংরা ইউনিয়নে বিএনপি তথা ২০ দলীয়জোটের একমাত্র মনোনয়ন প্রত্যাশী আব্দুস সালাম উজ্জ্বল।
আওয়ামীলীগ থেকে লড়তে পারেন বর্তমান চেয়ারম্যান রাজনগর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি টিপু খান। একই উপজেলার স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আহমল হোসেনেরও নির্বাচনে আসার আগ্রহ জনমুখে শোনা যাচ্ছে। এছাড়াও আমেরিকা প্রবাসী আরজান খান নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছে পোষণ করেছেন, তিনিও আওয়ামীলীগ সমর্থন করেন।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে লন্ডন প্রবাসী সেলিম আহমদ অংশগ্রহণ করবেন বলে আশা ব্যক্ত করেছেন।