নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের ইটের আঘাতে বড় ভাই নিহত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার ব্রামন্দী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বড়ভাই ফজলুল হক (৫৫) এর লাশ ময়নাতদন্তের জন্য পুলিশ জেনালের হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে ছোট ভাই এবাইদুল হক। তারা দুই ভাই ওই এলাকার ছেলে মৃত গণি মিয়ার ছেলে। এঘটনায় নিহতের স্ত্রী তিনজনকে আসামী করে মামলা করেছে। পুলিশ অভিযুক্ত এবাদুল হকের স্ত্রী সেলিনাকে আটক করেছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, বাতাসের কারণে বড়ভাই ফজলুল হকের কলা গাছ ভেঙে ছোটভাই এবাদুলের একটি বালতি ভেঙে যায়। এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে মারধরের ঘটনা ঘটে। এরপর ইট দিয়ে আঘাত করে হত্যা করে বড়ভাইকে। সন্ধ্যায় নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার পর থেকে ছোটভাই পলাতক তবে তার স্ত্রীকে আটক করা হয়েছে। এঘটনায় তিন জনকে আসামী করে মামলা দায়ের করেছেন নিহতের স্ত্রী।