রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে সুজানগরের ভাটিকিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভাটিকিয়া গ্রামের একটি জলাশয়ে মাছ চাষ নিয়ে রানীনগর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা খাইরুল মাস্টার ও ইউনিয়ন যুবলীগ নেতা শাহিনুর রহমান শাহীনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো।
এরই জেরে রোববার দুপুরে শাহিনের সমর্থকরা মাছ ধরতে এলে খাইরুলের সমর্থকরা বাধা দেয়। এক পর্যায়ে শাহীন ও তার সমর্থকরা প্রতিপক্ষের ওপর গুলিবর্ষণ করে।
আহতদের পাবনা জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।