জামালপুরে আওয়ামী লীগ নেতার গুদাম থেকে সরকারি সাড়ে ২৭ মেট্রিক টন চাল জব্দ করেছে প্রশাসন।
সোমবার (১৭ আগস্ট) রাতে ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলমের গুদাম থেকে জিআর ও ভিজিডির এসব চাল সিলগালা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান জানান, গোয়ালের চর ইউপির চেয়ারম্যান হারুন অর রশীদ জিআরের ৩০ কেজি ওজনের ৬০০ বস্তা এবং ও ভিজিডির ৩০ কেজি ওজনের ৩২২ বস্তা চাল উত্তোলন করে ইসলামপুর দরিয়াবাদ এলাকায় উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলমের গুদামে রাখেন।
গোয়েন্দা সংস্থা এনএসআই এর তথ্যে সোমবার রাতে ওই গুদামে অভিযান চালায় উপজেলা প্রশাসন। পরে চালসহ গুদামটি সিলগালা করা হয় বলে জানান তিনি।
গুদাম মালিক আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম জানান, গোয়ালের চর ইউপি চেয়ারম্যান চার বছর ধরে তার গুদাম ভাড়া নিয়ে সরকারি চালসহ অন্য মালামাল উত্তোলন করে রাখেন। পরে সেখান থেকে নিয়ে বিতরণ করেন। এ চালের সাথে তার কোনো সম্পৃক্ততা নেই।
ইউপি চেয়ারম্যানের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।