দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ইউএনও ওয়াহিদা খানমের ওপর দুর্বৃত্তের হামলার ঘটনায় প্রতিবেশী ও স্বজনরা ক্ষোভ প্রকাশ করে কঠোর বিচারের দাবি জানিয়েছেন। এলাকায় একজন সৎ ও মেধাবী হিসেবে পরিচিত ইউএনও গত সোমবার তার গ্রামের বাড়ি মহাদেবপুর থেকে চাকরিস্থল ঘোড়াঘাটে যান।
নওগাঁর মহাদেবপুরের দক্ষিণ দুলাল পাড়া মহল্লায় বেড়ে উঠেছেন ইউএনও ওয়াহিদা খানম। তার বাবা-মা থাকেন সদ্য নির্মাণ করা সবুজ গাছপালায় আচ্ছাদিত একতলা একটি বাসায়। গত সোমবার এ বাসা থেকেই ঘোড়াঘাট চাকরিস্থলে যোগ দেন তিনি। এলাকায় ইউএনও ওয়াহিদা, পলি নামেই পরিচিত।
এলাকাবাসী জানান, পলি খুব ভালো। আমরা ভাবিনি তার এমন শত্রু থাকতে পারে।
ওয়াহিদা খানম নওগাঁর মহাদেবপুর মডেল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও জাহাঙ্গীরপুর ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলায় অনার্সসহ মাস্টার্সের পর মহাদেবপুর আখেড়াসহ দুটি বিদ্যালয়ে দীর্ঘ ৬ বছর শিক্ষকতা করেন।
এলাকাবাসী বলেন, ‘খুব ভালো একটি মেয়ে। এছাড়া সৎ এবং নির্ভীক। তার যে এমন শত্রু থাকতে পারে আমরা আসলে ভাবতেও পারছি না।’
শিক্ষকতার মাঝেই ওয়াহিদা খানম ৩১তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রশাসনিক ক্যাডারে প্রথমে দিনাজপুরের পীরগঞ্জে তারপর ইউএনও হিসাবে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে যোগ দেন।
ওয়াহিদার চাচা সুনাম চৌধুরী বলেন, ‘যেহতেু সে অনেক কাজে জড়িত। তার কোনো কাজে হয়তো কারও মনক্ষুণ্ন হতে পারে।’
বুধবার (২ সেপ্টেম্বর) রাতে ঘোড়াঘাট উপজেলা চত্ত্বরের বাসভবনে ইউএন ও ওয়াহিদাকে একদল দুর্বৃত্ত হামলা করে গুরুতর জখম করে।