ফেনীতে ইতেকাফে থাকা অবস্থায় নুর আলম বাবুল (৫০) নামের এক মুসল্লির মৃত্যু হয়েছে। তিনি দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের আশ্রাফপুর গ্রামের নুর নবীর ছেলে।
রোববার (২৩ মার্চ) ভোর সাড়ে ৫টায় মাতুভূঞা ইউনিয়নের বেকের বাজার কেন্দ্রীয় জামে মসজিদে এ ঘটনা ঘটে।
বেকের বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা নিজাম উদ্দিন মিয়াজী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ২০ রমজান দিনগত সন্ধ্যা থেকে বেকের বাজার কেন্দ্রীয় জামে মসজিদে ইতেকাফে বসেন নুর আলম। ভোর সাড়ে ৫টার দিকে খারাপ লাগছে বলে জানান। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বিকেল ৩টায় জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।