পিকে হালদারের তিন হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনা তদন্তে ইন্টারন্যাশনাল লিজিং এর পরিচালক রাশেদুল হককে জিজ্ঞাসাবাদ করছে দুদক।
দুদকের কাছে অভিযোগ রয়েছে, ইন্টারন্যাশনাল লিজিং কোম্পানি লিমিটেড থেকে পিকে হালদার কয়েকটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের নামে তিন হাজার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করেছেন। যেসব প্রতিষ্ঠানের নামে ঋণ নেয়া হয়েছে, সেসব প্রতিষ্ঠানের চেয়ারম্যান-এমডি ও পরিচালকদের তলব করা হচ্ছে। এরই অংশ হিসেবে এই দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বুধবার ব্যাংক এশিয়ার সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও জেকে ট্রেড ইন্টারন্যাশনালের মালিক ইরফান আহমেদ খানকে তলব করেছে দুদক।