ইসরায়েলের নির্বাচনে জয়ী হচ্ছেন না বেঞ্জামিন নেতানেয়াহু। নির্বাচনের ফলাফল ঘোষণার আগে নিজেকে জয়ী দাবি করলেও ইসরায়েলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির তথ্যানুযায়ি নেতানেয়াহু সংখ্যাগরিষ্ঠ ভোট পেতে ব্যার্থ হয়েছেন।
বিবিসি জানিয়েছে , নির্বাচনে একশ ২০ টি সিটের মধ্যে প্রধানমন্ত্রী নেতানেয়াহুর লিকুড পার্টি ৫২ অথবা ৫৩ টি সিটে জয়ী হয়েছেন। তবে নির্বাচনের চুড়ান্ত ফলাফল ইসরায়েলের স্থানীয় সময় বিকালের আগে দেয়া হবে না। তবে ফলাফল ঘোষণার আগেই নিজেকে জয়ী দাবি করেছেন তিনি।
রাজনৈতিক টানাপোরেনের কারণে দেশটিতে দুই বছরের মধ্যে চতুর্থবারের মত নির্বাচন অনুষ্ঠিত হলো।করোনা মহামারিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তিনি ব্যাপক জনপ্রিয়তা পেলেও ঘুষ, দূণীর্তি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগে অভিযুক্ত তিনি। প্রায় এক যুগ ধরে দেশটির প্রধানমন্ত্রী নেতানেয়াহু।