ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকা থেকে তিন হাজার ৮২০ পিস ইয়াবাসহ গৌরাঙ্গ দেবনাথ (৪৫) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। আটক গৌরাঙ্গ দেবনাথ বাগেরহাটের বড় পাইকপাড়া গ্রামের অমূল্য দেবনাথের ছেলে।
সোমবার বিকেলে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক দেবাশীষ কর্মকার জানান, গৌরাঙ্গ চট্টগ্রাম থেকে ইয়াবার চালান এনে রাজবাড়ী ও ফরিদপুরের বিভিন্ন স্থানে বিক্রি ও সরবরাহ করতেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গোয়ালচামট এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে তিন হাজার ৮২০ পিস ইয়াবা, একটি মোবাইল ও একটি সিমকার্ড জব্দ করা হয়।
এ ঘটনায় আটক মাদকবিক্রেতা গৌরাঙ্গের নামে ফরিদপুর কোতয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।