ইয়াবা দিয়ে মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে এক ব্যবসায়ীর ২ লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে পুলিশের এসআই সাইফুল আলম এবং কনস্টেবল সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দিনগত রাতে ৩ সোর্সসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাদের গ্রেফতার করা হয়। অনিয়মের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে এটি কঠিন বার্তা বলে জানিয়েছেন ডিআইজি।
ঢাকা থেকে চট্টগ্রামে গাড়ি কিনতে যাওয়া আবু জাফর নামে এক ব্যক্তি অভিযোগ করেন, ইয়াবা আছে এমন দাবি করে তাকে তুলে নিয়ে যায় পুলিশ। এরপর তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে এক্সরেও করা হয়। সে সময় তার সঙ্গে থাকা ২ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয় দুই পুলিশ সদস্য।
বৃহস্পতিবার সন্ধ্যায় ওই দুই পুলিশ সদস্য ছাড়াও সোর্স রিপন, হারুন এবং রাজু নামে ৫ জনকে আসামি করে মামলা করেন ভুক্তভোগী আবু জাফর। এরপরই দুইজনকে গ্রেফতার দেখানো হয়।
চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘পুলিশের সোর্স পরিচয়দানকারী তিনজন আছেন। সাথে পুলিশের পরিচয়দানকারী ২ জন আছেন। আমরা বিস্তারিত জেনে এর সাথে যারা যুক্ত আছে তাদের বিরুদ্ধে মামলা গ্রহণ করেছি এবং পুলিশের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।’
ঘটনার চারদিন পর নিজস্ব অনুসন্ধানের মাধ্যমে অভিযুক্ত দুই পুলিশকে চিহ্নিত করে ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর পরই মামলা দায়েরের পাশাপাশি কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেন ডিআইজি।
মোহাম্মদ আনোয়ার হোসেন আরও বলেন, ‘পুলিশ সদস্যদের আমরা বার বার বলছি, আইন বহির্ভুত কাজের সাথে যুক্ত হওয়া যাবে না। আমরা বার বার বলছি এর পরেও যদি কেউ শৃঙ্খলা বহির্ভুত কাজের সাথে যুক্ত হয় তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মামলার এজাহারভুক্ত পুলিশের ৩ সোর্সের সন্ধানে অভিযান চলছে বলে জানিয়েছে সীতাকুণ্ড থানা পুলিশ।