ছয় বছরের সংঘাত মেটাতে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের আলোচনা ও অস্ত্রবিরতির প্রস্তাব দিয়েছে সৌদি আরব।
সোমবার সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ এ তথ্য জানান।
সৌদি আরব জানিয়েছে, যদি ইরান সমর্থিত হুথিরা যদি এই ঊদ্যোগের শর্তগুলি মেনে চলে তবে যুদ্ধ বিরতিতে সম্মতি দেবে তারা। পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকরের পাশাপাশি ইয়েমেনে বিদ্রোহী নিয়ন্ত্রিত রাজধানী শহর সানায় বিমানবন্দর পুনরায় চালুর সুযোগ দেয়া হবে বলেও জানিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।
সৌদি আরব এমন সময় যুদ্ধবিরতির প্রস্তাব দিল যখন সম্প্রতি সৌদি নেতৃত্বাধীন জোট ইমেনে টানা বিমান হামলা চালাচ্ছে।
উল্লেখ্য, ২০১৫ সালে ইয়েমেনের প্রেসিডেন্ট মনসুর হাদিকে উচ্ছেদ করে রাজধানী সানা দখলে নেয় দেশটির ইরান সমর্থিত শিয়াপন্থী হুথি বিদ্রোহীরা। সৌদি আরবের রাজধানী রিয়াদে আশ্রয় নিতে বাধ্য হন ক্ষমতাচ্যুত হাদি। হুথিরা ক্ষমতা দখলের পর থেকেই হাদির অনুগত সেনাবাহিনীর একাংশ তাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। ২০১৫ সালের মার্চে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ‘অপারেশন ডিসাইসিভ স্টর্ম’ নামের সামরিক আগ্রাসন শুরু করে সৌদি-আমিরাতের সামরিক জোট। সৌদি জোটের বিমান হামলায় নিহত হয় লক্ষাধিক বেসামরিক মানুষ। দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে পৌঁছায় ইয়েমেন।