ads
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৮:৪৮ পূর্বাহ্ন

ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নারী পুলিশ সদস্যের আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ মে, ২০২১
  • ১৮ বার পঠিত

গাজীপুরের কাপাসিয়ায় ঈদ করতে বাড়ি গিয়ে এক নারী পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন। শুক্রবার (১৪ মে) ঈদের দিন রাতে আত্মহত্যা করলেও শনিবার (১৫ মে) বিকেলে বিষয়টি প্রকাশ পেয়েছে।

আত্মহননকারী মানসুরা আক্তার (২২) কাপাসিয়া উপজেলার কড়িহাতা ইউনিয়নের পেওরাইট গ্রামের মজিবুর রহমানের মেয়ে। তিনি নারায়ণগঞ্জ জেলা শিল্প পুলিশে কর্মরত ছিলেন। মানসুরার স্বামী একই ইউনিয়নের আঞ্জাব গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে তুহিন। ঘটনার পর থেকে তুহিন পলাতক রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ৩ বছর আগে তুহিনের সঙ্গে মানসুরার বিয়ে হয়। ঈদ করার জন্য গত বৃহস্পতিবার (১৩ মে) ছুটি নিয়ে বাবার বাড়ি আসেন। শুক্রবার (১৪ মে) সন্ধ্যায় ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। ৪ মাসের অন্তঃসত্ত্বা মানসুরা কি কারণে আত্মহত্যা করেছেন তা নিশ্চিত করতে পারেননি পরিবারের সদস্যরা।

এ বিষয়ে কপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান খান জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। তারপরও আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102