ঈদের দিন দাবি নিয়ে রাস্তায় নামলো পরিবহন শ্রমিকরা। শান্তিপূর্ণ আন্দোলনে দাবি আদায়েরও ঘোষণা দেন তারা। ঈদ শেষে ঢাকায় ফেরা মানুষের ভোগান্তি লাঘবের জন্য হলেও, স্বাস্থ্যবিধি মেনে দূরপাল্লার বাস ও পণ্য পরিবহন চালুর জন্য সরকারের প্রতি অনুরোধ করেছে, মালিক শ্রমিকদের সংগঠনগুলো। রাজধানীসহ দেশের কয়েকটি জেলায় এই দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভ করেছেন তারা।
সবাই যখন ঈদের আনন্দে ভাসছেন, পরিবহন শ্রমিকরা তখন বেছে নিয়েছেন শান্তিপূর্ণ আন্দোলনের পথ। কারণ লকডাউনের শুরু থেকেই বন্ধ আছে দূরপাল্লার বাস বা ট্রাকের পণ্য পরিবহন।
আয়ের পথ বন্ধ হওয়ায় এক বুক হতাশা আর সংসারের দায় কাঁধে, ভরশা রাখছেন দাবি আদায়ের লড়াইয়ে।
রাজধানীর মহাখালিতে শ্রমিকদের পূর্বঘোষিত আন্দোলনে শ্রমিকদের সাথে যোগ দেন নেতারাও। বাদ যাননি মালিকপক্ষও।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অন্যান্য জেলাতেও বিক্ষোভ করছেন শ্রমিকরা। রাজশাহী, গাজীপুরসহ বেশ কয়েকটি জেলার শ্রমিকরা নিজ নিজ এলাকার সড়কে বিক্ষোভ করেন।