শাহীন উদ্দিন(ঈশ্বরদী প্রতিনিধি), পাবনা ঈশ্বরদীতে এক প্রেমিককে পিটিয়ে হত্যা করেছে প্রেমিকার স্বজনরা। রবিবার সন্ধ্যার পর ঈশ্বরদী পৌর এলাকার সাড়া গোপালপুর মহল্লায় এই ঘটনা ঘটে। নিহত যুবক হৃদয় (২২) হোসেন ঈশ্বরদী উপজেলার সাড়া ইউনিয়নের মাঝদিয়া গ্রামের আব্দুল হালিমের ছেলে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, হৃদয় ওই এলাকার একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পরে। মন দেয়া-নেয়ার এক পর্যায়ে মেয়েটিকে একটি স্মাট ফোন কিনে দেয়। ফোন কিনে দেওয়ার বিষয়টি মেয়েটির পরিবার জানতে পারলে মেয়ের নিকট থেকে কেড়ে নেয়। পরে ওই ফোন থেকে ছেলেটিকে খুদে বার্তা পাঠানো হয় দেখা করার জন্যে। ছেলেটি সরল বিশ্বাসে দেখা করতে গেলে মেয়েটির পরিবারের লোকজন বেধরক মারপিট করে হৃদয়কে। এক পর্যায়ে অবস্থার অবনতি হলে তারা হৃদয়কে নিহত অবস্থায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ফেলে রেখে পালিয়ে যায়।
বিষয়টি নিয়ে এখনো কোন মামলা হয়নি, তবে তদন্ত চলছে। আর যারা এই ঘটনার সাথে জড়িত তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে বলেও জানান ওসি।