উত্তরের জেলাগুলোতে শীতের আমেজ পাওয়া যাচ্ছে। এখন হেমন্তকাল হলেও এসব জেলায় একটু আগেই অনুভূত হচ্ছে শীত।
হিমালয় কাছে হওয়ায় পঞ্চগড়ে বরাবরের মতো এবারও একটু আগেই শীতের আমেজ পাওয়া যাচ্ছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা কুয়াশায়পড়তে শুরু করেছে।
আবহাওয়া অফিসের তথ্যমতে, সন্ধ্যার পর থেকেই তাপমাত্রা কমে আসতে শুরু করে। দিনাজপুরেও একটু আগে-ভাগেই শীত অনুভুত হচ্ছে।
দিনে সূর্যের তাপ থাকলেও সন্ধ্যার পর তাপমাত্রা কমে আসছে। রাতে কুয়াশাও পড়ছে। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করছে।
গাইবান্ধায় গত দু’দিন ধরে শীতের আমেজ পাওয়া যাচ্ছে। বিকেলের পর থেকে তাপমাত্রা কমে আসছে। মধ্যরাত থেকে কুয়াশা পড়তে শুরু করছে।