উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের সলপ রেলস্টেশনের পাশে লেভেলক্রসিং থেকে ঈশ্বরদী-ঢাকা রেলপথের ঢাল দিয়ে শাহীকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ১১শ’ ফুট রাস্তাটি ওই গ্রামবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের সঙ্গী।
স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বারবার ধর্ণা দিলেও তারা কেউ রাস্তাটি সংস্কারে এগিয়ে আসেননি। ফলে গ্রামবাসী নিজেরাই উদ্যোগ নিয়েছে রাস্তাটি সংস্কারের। রাস্তাটি পাকাকরণে ব্যয় ধরা হয়েছে প্রায় ১০ লাখ টাকা। পুরো টাকাটা জোগান দিচ্ছে শাহীকোলা গ্রামের এক হাজার পরিবার।
গ্রামবাসী জানান, রাস্তার নির্মাণাধীন অংশটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে ছিল। বিশেষ করে বর্ষাকালে রাস্তার মাঝে বড় বড় গর্ত ও কাদা হয়ে যাওয়ায় গ্রামের লোকজনকে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়েছে। শাহীকোলা গ্রামের বাসিন্দা উল্লাপাড়া পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক আলী আহমেদ রতন বলেন, গ্রামের লোকজন দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনে শেষ পর্যন্ত সভা করে নিজেরা চাঁদা দিয়ে এবং স্বেচ্ছাশ্রমে রাস্তাটি পাকাকরণের সিদ্ধান্ত নিয়েছে। গ্রামের মুক্তিযোদ্ধার সন্তান মনোয়ারুল ইসলাম রুবেল এই রাস্তা নির্মাণের জন্য প্রথমে দেড় লাখ টাকা দেন। পরে আর্থিক অবস্থাভেদে কেউ ৩০ হাজার, কেউ ২৫ হাজার, কেউ ২০ হাজার টাকা করে দেন। প্রতিটি পরিবারের লোকজনই এই রাস্তা নির্মাণে স্বেচ্ছায় তাদের সামর্থ্য অনুযায়ী চাঁদা দিয়েছেন। যারা একেবারেই অভাবি তারা শ্রম দিচ্ছেন। তিনি জানান, বর্তমানে ইউনিয়ন পরিষদের নির্মাণ করা অংশটুকু গ্রামবাসী সংস্কারের উদ্যোগ নিয়েছে। বাকি অংশ স্থানীয় এমপি তানভীর ইমাম নির্মাণ করে দেবার ঘোষণা দিয়েছেন।
পঞ্চক্রোশী ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ বলেন, শাহীকোলা গ্রামবাসীর রাস্তা পাকাকরণের উদ্যোগ প্রশংসনীয়। ইউনিয়ন পরিষদ থেকে এই রাস্তার কিছু অংশ পাকা করা হয়। বাকি অংশ পাকাকরণের উদ্যোগ নেওয়া হলেও পরিষদের আর্থিক সংকটের কারণে তা হয়ে ওঠেনি। শাহীকোলা গ্রামের মানুষ যা করেছেন, সেটা এ অঞ্চলের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।