সাতক্ষীরার কলারোয়ায় দুই সন্তানসহ স্বামী-স্ত্রীকে হত্যার ঘটনায় রায়হানুল ইসলাম নামে এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গ্রেপ্তারকৃত রায়হানুল ইসলাম নিহত শাহিনুর রহমানের ছোট ভাই।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে সাতক্ষীরার সিআইডি বিশেষ পুলিশ সুপার আনিচুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ সুপার আনিচুর রহমান জানান, রায়হানুল ইসলামকে সাতক্ষীরা চিফ জুডিশিয়াল আদালতের মাধ্যেমে জেল হাজতে পাঠানো হয়েছে।
সিআইডির বিশেষ পুলিশ সুপার আনিচুর রহমান জানান, রাতে অজ্ঞাতদের আসামি করে কলারোয়া থানায় মামলা করেন নিহতের শাশুড়ি ময়না বেগম। সকালে মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়। এ ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।
এর আগে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে কলারোয়া থানায় কারও নাম উল্লেখ না করে হত্যা মামলা দায়ের করেন নিহত শাহিনুর রহমানের শাশুড়ি ময়না খাতুন। এরপরই মামলাটি সিআইডির কাছে হস্তান্তরা করা হয়।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সাতক্ষীরার কলারোয়ায় মাছ ব্যবসায়ী শাহিনুর রহমান ও তার স্ত্রী সাবিনা খাতুন এবং দুই শিশু সন্তান সিয়াম হোসেন ও তাসলিমার গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়।