ব্রাহ্মণবাড়িয়ায় কসবায় অপহরণের এক মাস পর কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় অভিযুক্ত কসবা উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য সুমনকেও গ্রেপ্তার করে পুলিশ।
বুধবার (২০ আগস্ট) সন্ধ্যায় ঢাকার আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে ওই কিশোরীকে উদ্ধার ও ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করে কসবা থানার পুলিশ।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার সুমন কসবা পৌর এলাকার তালতলার বাসিন্দা।
ওসি লোকমান হোসেন জানান, ছাত্রলীগ নেতা সুমন গত ১২ জুলাই তারই এক নিকটাত্মীয়কে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে ১৩ জুলাই সুমন ও তার বাবাসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই কিশোরী এক ভিডিওতে জানান, তিনি স্বেচ্ছায় সুমনের সঙ্গে চলে এসেছেন। সুমন কয়েকদিন নিজেদের ছবিও ফেসবুকে প্রকাশ করেন।
অপহৃত কিশোরীর বাবার মামলার ভিত্তিতে সুমনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।