যশোরে দৈনিক রানার পত্রিকার সম্পাদক মুকুল হত্যাকাণ্ডের এক যুগ পেরিয়ে গেলেও বিচার হয়নি। বিচারকাজের স্থবিরতায় ক্ষোভ জানিয়েছে পরিবার ও যশোরের সাংবাদিক সমাজ। বিচার দাবির মধ্য দিয়ে আয়োজন করা হয়েছে ২২তম মৃত্যুবার্ষিকীর।
এ উপলক্ষে প্রেসক্লাব ও যশোর সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন বিভিন্ন কর্মসূচি নিয়েছে। এরমধ্যে শোক রেলি, শহীদের স্মৃতিস্তম্ভে ফুল দেয়া, আলোচনা সভা ও মিলাদ মাহফিল। স্থানীয় সাংবাদিকদের অভিযোগ, এক যুগ ধরে নানান জটিলতা ও প্রতিবন্ধকতায় স্থবির রয়েছে মামলার বিচারকাজ। এই প্রতিবন্ধকতা দূর করে মামলা সচল করার তেমন উদ্যোগও নেই রাষ্ট্রপক্ষের।
প্রসঙ্গ, ১৯৯৮ সালের ৩০শে আগস্ট রাতে সাইফুল আলম মুকুল শহর থেকে বেজপাড়ার বাড়িতে যাওয়ার পথে চারখাম্বার মোড়ে দুর্বৃত্তদের বোমা হামলায় নিহত হন। পরদিন নিহতের স্ত্রী কারো নাম উল্লেখ না করে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন।