ads
বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৫২ অপরাহ্ন

ওসি প্রদীপকে চট্টগ্রামে কারাগারে স্থানান্তর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০
  • ১২ বার পঠিত

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামি টেকনাফ থানার বরখাস্ত হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশকে কক্সবাজার জেলা কারাগার থেকে চট্টগ্রাম কারাগারে স্থানান্তর করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় আদালতে হাজির করার জন্য তাঁকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

কক্সবাজার জেলা কারাগারের সুপার মো. মোকাম্মেল হোসেন গণমাধ্যমকে বলেন, ‘আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে প্রদীপ কুমার দাশকে কক্সবাজার কারাগার থেকে চট্টগ্রামে নেওয়া হয়েছে। চট্টগ্রামে দায়ের হওয়া একটি মামলায় হাজির করানোর জন্য তাঁকে স্থানান্তর করা হয়েছে।’

প্রদীপ কুমার দাশকে বহনকারী গাড়িটি দুপুর ১২টা ৫০ মিনিটে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পৌঁছে বলে নিশ্চিত করেছেন কারাগারের জেল সুপার কামাল হোসেন। তিনি আরো বলেন, ‘অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় আগামী ১৪ সেপ্টেম্বর (সোমবার) তাঁকে চট্টগ্রাম মহানগর আদালতে হাজির করা হবে।’

গত ২৩ আগস্ট প্রদীপ কুমার দাশ ও তাঁর স্ত্রী চুমকির বিরুদ্ধে দুদক সমন্বিত জেলা কার্যালয়-১-এ বাদী হয়ে মামলাটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দীন। এ মামলায় ২৭ আগস্ট মহানগর সিনিয়র স্পেশাল দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে প্রদীপ কুমার দাশকে গ্রেপ্তার দেখানোর আবেদন জমা দেওয়া হয়। আদালত আগামী সোমবার আদেশের শুনানির জন্য সময় নির্ধারণ করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৪
  • ১২:১৬
  • ১৬:১১
  • ১৭:৫১
  • ১৯:০৬
  • ৬:৩৭
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102