কিশোরগঞ্জ পুলিশ লাইনের কাছে একটি ওয়ার্কশপে ওয়েল্ডিং করার সময় একটি প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রাইভেট কারটি সম্পূর্ণ পুড়ে যায় । তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শনিবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে শহরের মুকসেদপুর এলাকায় সুলতান ইঞ্জিনিয়ায়িং নামে একটি ওয়ার্কশপে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, একটি সাদা রঙের প্রাইভেটকার ওয়েল্ডিং করার সময় কারে থাকা গ্যাস সিলিন্ডার লিক হয়ে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে কারে আগুন লেগে যায়। এ সময় এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। আগুনে প্রাইভেট কারটি ছাড়াও ওয়ার্কশপের একটি অংশ ও আশপাশে কয়েকটি গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. মোবারক আলী জানান, দুপুর দুইটার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন লাগে বলে জানা গেছে। ক্ষতিগ্রস্ত প্রাইভেট কারটির মালিককে সেটা জানা যায়নি।