বিভিন্ন দুনীর্তির অভিযোগ থাকার পরও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী তাকসিম এ খানের মেয়াদ আরও তিন বছর বাড়ানোর জন্য প্রস্তাব করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে অনলাইনের মাধ্যমে অনুষ্ঠিত সংস্থার বিশেষ বোর্ড সভায় এ প্রস্তাবনা করা হয়।
প্রস্তাবনাটি আগামীকাল রবিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ো লিখিত আকারে পাঠানো হবে। বোর্ড সভায় উপস্থিত একধিক সূত্র বিষয়টি বিষয়টি নিশ্চিত করেছে। সভায় মোট ৯ জন বোর্ড মেম্বার অনলাইনের মধ্যমে যোগ দেন।
তাকসিম এ খানের পঞ্চম দফায় পাওয়া নিয়োগের মেয়াদ আগামী ১৪ অক্টোবর শেষ হবে। এ প্রস্তাব ষষ্ঠবার নিয়োগের জন্য।
এর আগে গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা ওয়াসা’র সচিব প্রকৌশলী শারমিন হক আমীরের সই করা এক নোটিশে বলা হয়, ‘ঢাকা ওয়াসা বোর্ডের ৯৭তম বিশেষ সভা (অনলাইন মিটিং) ১৯ সেপ্টেম্বর বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে। এ সভায় বোর্ডের সদস্যদের উপস্থিত থাকতে বলা হয়েছে।’
সভার একমাত্র আলোচ্যসূচিতে বলা হয়েছে, ‘ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে প্রকৌশলী তাকসিম এ খানকে ৩ বছরের জন্য নিয়োগের প্রস্তাব স্থানীয় সরকার বিভাগে প্রেরণ।’