মেজর (অব.) সিনহা হত্যার ঘটনায় আলোচনায় আসা কক্সবাজারের এসপিসহ পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ছয় পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এ বিষয়ে বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ খান পুলিশের গুলিতে নিহত হওয়ার পর কক্সবাজারের তৎকালীন পুলিশ সুপার এ বিএম মাসুদ হোসেনের নাম আলোচনায় আসে। ওসি প্রদীপ এবং পরিদর্শক লিয়াকত গ্রেপ্তার হন এবং মাসুদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ ওঠে। এমনকি সিনহা হত্যার ঘটনায় তার বোনের দায়ের করা মামলায় পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেনের নাম হত্যা মামলায় সংযুক্ত করার আবেদন করা হলেও আদালত তা খারিজ করে দেয়।
কক্সবাজারের পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেনকে কক্সবাজার থেকে রাজশাহী জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। আর কক্সবাজার জেলার এসপি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ঝিনাইদহ জেলার এসপি হাসানুজ্জামানকে। এছাড়া অন্যদের মধ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার খন্দকার লুৎফুল কবিরকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মাসুদুর রহমানকে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার, ডিএমপির উপকমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলামকে ঝিনাইদহ জেলার এসপি এবং রাজশাহী জেলার এসপি মো. শহিদুল্লাহকে ডিএমপি সদর দপ্তরে ডিসি হিসেবে পাঠানো হয়েছে।