আজ বেলা ১১টায় কক্সবাজার পটিয়া মহা সড়কে কক্সবাজার হতে ছেড়ে আসা চেয়ার কোচ মার্সাল পটিয়া খরনা ভাইয়ে র দিঘী এলাকায় পৌঁছালে পিছনে তেকে অপর একটি লোকাল বাস ওভারটেক করতে গিয়ে স্ব জোরে ধাক্কা দেয়। সেই মুহূর্তে মার্সাল কোচটি মহাসড়কের পাশে গাছের সাথে গিয়ে আটকে যায়।
ঐ সময় কোচের সামনের মহিলা সিটে বসা ২ নারী যাত্রী কোচের সামনের গ্লাসের সাথে ধাক্কায় আহত হয়।
দুর্ঘটনার পর মহাসড়কে সাময়িক যান চলাচল ব্যাহত হলে পটিয়া থানার হাইওয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্হলে এসে কোচটি সড়িয়ে যান চলাচল স্বভাবিক করেন।