চুয়াডাঙ্গা সরোজগঞ্জ বাজারে কটুক্তির জেরে বন্ধুর ছুরিকাঘাতে তরিকুল ইসলাম নামে এক যুবক খুন হয়েছেন। বুধবার সন্ধ্যায় সরোজগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।
নিহত তরিকুল ইসলাম চুয়াডাঙ্গা সদর উপজেলার নতুন ভান্ডরদহ গ্রামের মনির উদ্দিন মনোর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সরোজগঞ্জ বাজারে মুদি দোকান গৌতম স্টোরে কাজ করেন তরিকুল ইসলাম আর পাশের দোকানে কাজ করেন পুরাতন যাদবপুর গ্রামের বদর উদ্দিনের ছেলে রিফাত আলি। সন্ধ্যায় রিফাত ও তরিকুল দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় তরিকুল রিফাতকে কটুক্তিকর কথা বলে। এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে দৌড়ে রিফাত দোকানের ভেতর থেকে ছুরি নিয়ে তরিকুলের পেটে আঘাত করে। এতে তরিকুল আহত হলে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনার পর অভিযুক্ত রিফাত পলাতক রয়েছেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর থানার এসআই আশিকুর বলেন, এখন পর্যন্ত কোনো মামলা হয়নি তবে ওই যুবককে আটক করতে অভিযান চালাচ্ছে পুলিশ।