সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নিহত যুবক রায়হানের মরদেহ পুন:ময়নাতদন্তের জন্য আজ তোলা হবে।
সকালে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে রায়হানের মরদেহ কবর থেকে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মোহাম্মদ খালেদুজ্জামান। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে পুনরায় ময়না তদন্তের অনুমতি দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। আর এ মামলার তদন্ত শুরু করেছে পিবিআই। এরইমধ্যে বন্দরবাজার ফাঁড়ি পরিদর্শন ও রায়হানের বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছে পিবিআইয়ের তদন্ত দল। এদিকে, রায়হান হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ সহ বিভিন্ন আন্দোলন কর্মসূচি চলছে সিলেটে।