ঈশ্বরদী প্রতিনিধি; উপমহাদেশের প্রখ্যাত শ্রমিক নেতা বাম রাজনীতিক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উপদেষ্টা মন্ডলীর সাবেক সদস্য জসিম উদ্দিন মন্ডলের তৃতীয় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। ঈশ্বরদী নাগরিক কমিটি এবং পরিবারের উদ্যোগে আজ সকাল দশটায় ঈশ্বরদী কেন্দ্রীয় গোরস্থানে জসিম উদ্দিন মন্ডলের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান ফান্টু, সিপিবির পাবনা জেলাকমিটির সভাপতি কমরেড আব্দুর রাজ্জাক, পাবনা জেলা জাসদের সাধারণ সম্পাদক রশিদুল আলম বাবু, নাগরিক কমিটির সদস্য সচিব মোস্তাক আহমেদ কিরণ, সিনিয়র সাংবাদিক মাহবুবুল হক দুদু, সাপ্তাহিক ঈশ্বরদীর সম্পাদক সেলিম সরদার, শিশু সংগঠক সহকারী অধ্যাপক হাসানুজ্জামান, লালন গবেষক কাজী রকিব উদ্দিন, দৈনিক বীর বাংলার সম্পাদক ওহেদুজ্জামান টিপু প্রমুখ। জসিম মন্ডলকে স্মরণ করে বক্তারা বলেন, জসিম উদ্দিন মন্ডল দেশ প্রেমিক নির্লোভ ত্যাগী নেতা ছিলেন। তিনি শোষিত বঞ্চিত শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য আমৃত্যু সংগ্রাম করেছেন। কমরেড জসিম উদ্দিন মন্ডলের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়ার অনুষ্ঠান ও গ্রামের বাড়ি আমলা সদরপুর উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভার আয়োজন করা হয়।