বগুড়ার ধুনট উপজেলায় ঋণের টাকা পরিশোধ না করায় আব্দুস সামাদ নামের এক দিনমজুরের বাড়ি থেকে দুটি গরু লুট করে নিয়েছেন দাদন ব্যবসায়ীরা। গতকাল সোমবার দুপুরে উপজেলার ভাণ্ডারবাড়ী ইউনিয়নের ভূতবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুস সামাদ বছরখানেক আগে বেনামি একটি সমিতি থেকে সপ্তাহে এক হাজার টাকা সুদ পরিশোধের শর্তে ৫০ হাজার টাকা ঋণ নিয়েছেন।
এর আগে নিয়মিত সুদের টাকা পরিশোধ করলেও করোনাকালে দিতে পারেননি। এতে ক্ষুব্ধ হয়ে ওই সমিতির কোষাধ্যক্ষ ভূতবাড়ী গ্রামের গুজুর আলীর নেতৃত্বে হারুনর রশিদ ও রফিকুল ইসলাম গতকাল সামাদের দুটি গরু নিয়ে গেছেন। গরু দুটি সমিতির সদস্য মাধবডাঙ্গা গ্রামের আব্দুল মজিদের হেফাজতে রাখা হয়েছে। ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে একজন পুলিশ কর্মকর্তাকে পাঠানো হয়েছে। তিনি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।