করোনা সংক্রমণের অতি উচ্চ ঝুঁকিতে দেশের ৪১টি জেলা। এর বেশিরভাগই সীমান্তবর্তী এলাকা। এরমধ্যে খুলনা বিভাগের সব জেলাই রয়েছে সংক্রমণের উচ্চ ঝুঁকিতে। গত এক সপ্তাহের তথ্য বিশ্লেষণ করে এই তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
সংস্থাটি বলছে, রাজশাহী ও রংপুর বিভাগের ৫ জেলা বাদে সবগুলোই আছে অতি উচ্চ ঝুঁকিতে। এছাড়া ঢাকাতেও সংক্রমণের ঝুঁকি বেশি।
এদিকে রাজশাহী মেডিকেলে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ১৮ জন। খুলনার দুই হাসপাতালে মারা গেছেন ৬ জন। চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার শতভাগ। সংক্রমণ রোধে বেশকয়েকটি জেলায় চলছে লকডাউন।
গত ৭১ দিনের মধ্যে দেশে বুধবার (২৩ জুন) সর্বোচ্চ করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। ২২ জুন সকাল ৮টা থেকে ২৩ জুন সকাল ৮টা পর্যন্ত পাঁচ হাজার ৭২৭ জন রোগী শনাক্ত হয়েছেন।