প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আকিজ গ্রুপের পরিচালক শিল্পপতি শেখ মমিন উদ্দিন মারা গেছেন। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর আদ্ব-দীন হাসপাতালে তার মৃত্যু হয়।
মৃত মমিন উদ্দিন আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম শেখ আকিজ উদ্দিনের মেঝ ছেলে। এছাড়াও তিনি চামড়া শিল্পপ্রতিষ্ঠান এসএএফ’র ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।
এসএএফ’র জেনারেল ম্যানেজার আবুল ইসলাম মমিন উদ্দিনের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
মঙ্গলবার সকাল ১০টায় এসএএফ’র কারখানার মধ্যে প্রথম নামাজের জানাজা এবং বেলা ১২টার দিকে গ্রামের বাড়ি খুলনার ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পিতার কবরের পাশে তাকে দাফন করা হবে।
মৃত্যুকালে মমিন উদ্দিনের বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী, ৩ মেয়ে, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।