করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন যশোর জেনারেল হাসপাতালের রেডিওলজি বিভাগের কনস্যালটেন্ট ডা. সাজ্জাদ কামাল। রোববার (১ নভেম্বর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।
যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আরিফ আহমেদ জানান, ১০ দিন আগে তিনি নমুনা দিলে করোনা পজিটিভ শনাক্ত হয়। তিনি বিপত্নীক হওয়ায় দেখভালের সুবিধার্থের জন্য পরদিনই গ্রামের বাড়ি রংপুরে চলে যান। সেখানে দুইদিন অবস্থানের পর তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অক্সিজেন স্যাচুরেশন কমে যাওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরএমও আরিফ আহমেদ আরো জানান, তাকে স্বাস্থ্যবিধি মেনে দাফনের জন্য সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।