এ বছর মাধ্যমিকে পাশ করাদের মধ্যে উচ্চ মাধ্যমিকে ভর্তির প্রথম ধাপে আবেদনই করেনি প্রায় সাড়ে তিন লাখ শিক্ষার্থী। আবেদন করেও প্রথম ধাপে কলেজ পায়নি ৯ হাজার ২১৫ জন জিপিএ ৫ ধারী।
কলেজ এবং বোর্ডের সমন্বয়হীনতায় ২০ জন শিক্ষার্থীর কোনো আবেদনই বৈধ হয়নি। অবশ্য সারাদেশের কলেজগুলোতে ৪ লাখেরও বেশি অতিরিক্ত আসন থাকায় প্রথম ধাপে কলেজ না পেলেও চিন্তার কোন কারণ নেই বলে জানিয়েছে ঢাকা শিক্ষাবোর্ড।
মাধ্যমিক পাশ করা ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন শিক্ষার্থীর মধ্যে একাদশ শ্রেণিতে ভর্তি হতে প্রথম ধাপে আবেদন করেছিল ১৩ লাখ ৪২ হাজার ৬৯৩ জন।
মঙ্গলবার প্রথম ধাপের ফলাফলে সুযোগ পেয়েছে ১২ লাখ ৭৭ হাজার ৭২১ জন। বাদ পড়েছে ৬৪ হাজার ৯৭২ জন শিক্ষার্থী যাদের ৯ হাজার ২১৫ জন জিপিএ ৫ পাওয়া। কারণ হিসেবে জানা গেছে, সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দ দেয়ার সুযোগ থাকলেও এ প্লাস পাওয়া শিক্ষার্থীরা গুটি কয়েক কলেজ পছন্দ দিয়েছিল। তবে বাদ পড়া শিক্ষার্থীরা আরও দুইবার সুযোগ পাবে আবেদন করার। এছাড়া, সারাদেশে ৪ লাখেরও বেশি অতিরিক্ত আসন রয়েছে।
এদিকে ৪টি মিশনারী কলেজে এবার প্রায় ৬ হাজার আসনে আবেদন করেছে ৩২ হাজার শিক্ষার্থী। এরমধ্যে নটরডেম বাদে বাকি ৩ কলেজের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। আর সেন্ট জোসেফ কলেজ এরইমধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ করে ফেলেছে।
সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ব্রাদার রবি পিউরিফিকেশন জানান এই চ্যালেঞ্জের মধ্যেও সুন্দরভাবে এই কজেলের ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। এতে শিক্ষার্থীদের উপকার হবে জানিয়ে তিনি বলেন, “আমরা জানি না যে কবে এই অবস্থা ঠিক হবে। তবে আমাদের পরিকল্পনা আছে শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস নেয়ার। যেখানে তারা একটি মোবাইল ফোনের মাধ্যমেও ক্লাসে অংশ নিতে পারবে।”
এ বছর তিন ধাপে উচ্চ মাধ্যমিকে ভর্তির প্রক্রিয়া শেষ হবে ১৫ই সেপ্টেম্বর।