মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র মোঃ আসাদ হোসেন মক্কুর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি Sabrina Arif Chowdhury নামক আইডি থেকে মিথ্যা অপপ্রচার চালিয়ে তার ভার্বমূতি ক্ষুন করার চেষ্টা করা হচ্ছে।
এ ঘটনায় মৌলভীবাজার পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মোঃ আসাদ হোসেন মক্কু মৌলভীবাজার মডেল থানায় গত ০৬-০৮-২০২০ ইং তারিখে একটি সাধারণ ডায়েরি (নাম্বার-৩১১) দায়ের করেছেন।
সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, কে বা কাহারা উদ্দেশ্যপ্রণোদিত হয়ে Sabrina Arif Chowdhury নামক একটি ফেসবুক আইডি থেকে আসাদ হোসেন মক্কুর মানহানির লক্ষ্যে রাজনৈতিক ও সামাজিকভাবে তাঁর জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে তাকেঁ সমাজে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে তাঁর বিরুদ্ধে মিথ্যা, বানোয়াটও বিভ্রান্তিকর পোষ্ট ও মন্তব্য করে চলেছে।
এই আইডি দিয়ে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী ব্যক্তি মানহানীর লক্ষে কু-রুচিপূর্ণ, অশালীন স্ট্যাটার্স, কমেন্ট পোষ্ট করে ও আপত্তিকর লেখা দিয়ে এবং তার ব্যক্তিগত মোবাইলে কল দিয়ে অকথ্য ভাষায় গালাগালিসহ মানহানিকর কথা বার্তা বলে।
তাকেঁ রাজনৈতিক ও সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করিয়া আসছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ নিয়ে অপপ্রচারকারীদের কার্যক্রমে তিনি আতঙ্কিত। এ বিষয়ে তিনি বিব্রতকর বলে জিডিতে উল্লেখ করেছেন। তিনি মিথ্যা অপ্রপচার ও অশালিন স্ট্যাটাস, পোষ্ট ও মন্তবের তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আসাদ হোসেন মক্কু বলেন উক্ত আইডি’ পরিচালনাকারী Sabrina Arif Chowdhury কে দ্রুত খুজে বের করে আইনের আওতায় নিয়ে আসার আহবান জানান।