কাতারে এক বাংলাদেশি ব্যবসায়ীর বিরুদ্ধে শ্রমিকদের বেতন না দিয়ে দুই কোটিরও বেশি টাকা আত্মসাৎ করে দেশে পালানোর অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। বাবুল মিয়া নামে ওই ব্যবসায়ীর গ্রামের বাড়ি নোয়াখালীর লক্ষ্মীপুর সদর থানার পার্বতি নগর ইউনিয়নের মাছিম নগর গ্রামে বলে জানা গেছে।
কাতারের রাজধানী দোহায় স্থানীয় সময় রোববার (২৩ আগস্ট) রাতে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরে বাবুল মিয়ার বিচার দাবি করেন ভুক্তভোগী প্রবাসী শ্রমিকরা। একইসঙ্গে, শ্রমিকদের বকেয়া বেতনসহ ন্যয্য পাওনা দ্রুত পরিশোধে কাতারের বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন শ্রমিকরা।
এই সময় শ্রমিকদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন কাজী লোকমান আজীজ। আরও উপস্থিত ছিলেন মিজানুর রহমান, মুস্তাফিজুর রহমান, সাইফ উদ্দিনসহ ভুক্তভোগী প্রবাসী শ্রমিকরা।